বাংলাদেশ ব্যাংক বাজারে ২০, ৫০ ও ১০০ টাকার নতুন ডিজাইনের নোট আনছে। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এসব টাকায় কোনো ব্যক্তির ছবি থাকছে না। সব নোটে থাকছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।
জানা গেছে, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট পবিত্র ঈদুল আজহার আগেই– জুনের শুরুতে সাধারণ মানুষ হাতে পাবে। এরপর পর্যায়ক্রমে অন্য মূল্যমানের নোটও বাজারে আসবে। তবে এখনই সব নোট পুরোপুরি বাজারে না এলেও সীমিত পরিসরে ছাড়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। নোটগুলো বাজারে ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখানো হবে বলে জানা গেছে।
১০০ টাকার নতুন নোটে এক পাশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে দেখা থাকবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’, যেখানে রয়েছে এক ঝাঁক হরিণ ও একটি বাঘের ছবি। সাদা অংশে বাঘের জলছবি সংযুক্ত করা হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে