লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল গঠন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৫

লুটপাট পাচারের অভিযোগে আইনি প্রক্রিয়ায়  শেখ হাসিনা ও তার পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার অর্থ সম্পদ জব্দ করা হয়েছে। এ অর্থ দিয়েলুটের টাকা ব্যবস্থাপনা তহবিল গঠন করবে সরকার।

সোমবার (১৯ মে) এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনা সংক্রান্ত বৈঠক হয়।

 

প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনা তার পরিবারের পাশাপাশি ১০টি শিল্পগোষ্ঠীর এক লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকার অর্থ অ্যাটাচমেন্ট আছে। ১৬ কোটি ৪০ লাখ ডলার এবং ৪২ হাজার ৬১৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি স্থিতি অবস্থায় আছে। ছাড়া বিদেশে ২৫৩ কোটির অস্থাবর সম্পত্তি জব্দ আছে। অর্থ থেকে একটি 'লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল' গঠন করা হবে। এ তহবিল সরকারের ব্যবস্থাপনায় থাকবে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর