এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৫

দেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরাতে এখন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স (এমএলএ) প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমাদের লিগ্যাল প্রসেস বিদেশে শুরু করতে হবে। সেদিকেই এগুচ্ছি আমরা।

সোমবার (১৯ মে) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন গভর্নর। আহসান এইচ মনসুর বলেন,  কীভাবে পাচারের টাকা ফেরত আনতে হয়, সেটার কোনো অভিজ্ঞতা আমাদের নেই। কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সটা আমাদের জানা আছে। তিনি বলেন, এটি করতে  সাধারণত থেকে বছর সময় লাগে। কিন্তু এর মধ্যে ইমিডিয়েট কিছু ব্যবস্থা নেওয়া যায়। বিদেশে থাকা তাদের সম্পদ ফ্রিজ করা যায়। সেটা আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব।

গভর্নর বলেন, এ জন্য প্রথমে আইনের প্রক্রিয়াটা আমাদের দেশের সম্পন্ন করতে হবে। তারপর সঠিক প্রণালীতে বিদেশে জানাতে হবে, যেটাকে বলা হয় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স (এমএলএ)

গভর্নর বলেন, বিদেশে রায়ের ক্ষেত্রে আমাদের তথ্য সংগ্রহ এবং গুণগত মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য তাদের সরবরাহ করতে হবে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর