বিদেশ যাওয়ায় ভাষা ও দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে- পঞ্চগড়ের ডিসি

পঞ্চগড় প্রতিনিধি
১৫ মে ২০২৫


প্রবাসে কাজ করছেন এমন অনেক মানুষ এখনো সেই দেশের ভাষা জানেন না। আর অনেকেই কোন কাজের দক্ষতা অর্জন না করেই বিদেশে গেছেন। ফলে অনেকেই কাজ না পেয়ে ফিরে আসতে বাধ্য হন বা তাদের উপার্জন কম হয়। তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভাষা শেখা দক্ষ হয়ে উঠার উপর গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার  (১৫ মে) পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন জেলা প্রশাসক মো.সাবেত আলী।

সেমিনারে জানানো হয়, পঞ্চগড় থেকে ১০ হাজার ৬৮৫ মানুষের কর্মসংস্থান হয়েছে বিদেশের মাটিতে। তারা প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো.মনিরুজ্জামান। সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন,সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়,টিটিসির অধ্যক্ষ আব্দুল হালিম,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেন, সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিদেশগমনেচ্ছুক বিদেশ-ফেরত অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর