জামায়াতের আপিলের রায় ১ জুন

নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৫


রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন প্রতীক ফিরে পাওয়া সংক্রান্ত আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী জুন আপিলের রায় ঘোষণা করা হবে।

বুধবার (১৪ মে) প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচারপতির আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক।

গেল মঙ্গলবার (১৩ মে) রাজামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন প্রতীক ফিরে পাওয়া সংক্রান্ত আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়। এরপরে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আপিল বিভাগ।

এর আগে গত ১২ মার্চ এ সংক্রান্ত আপিল শুনানি শুরু হয়। গত ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন আপিল বিভাগ। ফলে নিবন্ধন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলল যায়।

এর আগে   সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য এদিন ধার্য করা হয়। এর আগে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে  জামায়াতে ইসলামী।

প্রসঙ্গত, এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তীতে ২০১৮ সালের ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের  আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত আগস্ট জামায়াতে ইসলামী ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। এ আন্দোলনে সরকার পতনের পর গত ২৮ আগস্ট জামায়াতে ইসলামী ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর