গুরুদাসপুরে মুদি দোকনির লাখ টাকা জরিমানা, দোকান সিলগালা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
০৫ মে ২০২৫

নাটোরের গুরুদাসপুরে এক মুদি দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার (৫মে) শেষ বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ এ আদেশ দেন।

সিলগালা করা দোকানটি হচ্ছে চাঁচকৈড় বাজারের সুমনা এন্টার প্রাইজ। জানা যায়, এ দোকানের মালিক গোপাল কুন্ডু দীর্ঘদিন ধরে মানহীন, মেয়াদ উত্তীর্ন পন্য ও নকল বিড়ি-সিগারেট শিশু খাদ্য মজুদ বিক্রি করে আসছিলেন। সোমবার বিকাল টার দিকে খুচরা দোকানি আলমগীর হোসেনের কাছে স্টার সিগারেট মনোমহন বিড়ি বিক্রি করেন। এ দুই পণ্য নকল মনে হলে  আলমগীর হোসেন ওই সিগারেট বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে বিষয়টি জানান। তারা এসে হাতে-নাতে নকল পন্য ধরে ফেললে গোপাল কুন্ডু তাদের শারীরিকভাবে লাঞ্চিত করেন। বিষয়টি তারা উপজেলা প্রশাসনকে জানায়। এরপর দোকানি তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তালা ভাঙার আদেশ দেন। পরে দোকানের ভেতরে বিপুল পরিমাণ মজুদ নকল মানহীন শিশু খাদ্য জুস,পটেটো,চাটনী,চকলেট,পানীয়,জর্দা,তেল,টেষ্টি স্যালাইনসহ নানা খাদ্য সামগ্রী পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, অনুমোদনহীন ভেজাল পন্য রাখার অপরাধে ৫৩ ধারায় দোকানিকে লাখ টাকা জরিমানা দোকান সিলগালা করা হয়েছে। জরিমানা অনাদায়ে  অর্থদন্ড জেল উভয় দন্ডে দন্ডিত হবেন। ভেজাল মানহীন পন্য বিক্রি করবেন না এমন মুচলেকা নেওয়া হবে। সন্তোষজনক মনে হলে ব্যবসার অনুমতি দেওয়া হবে তাকে।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর