সাম্প্রদায়িক অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৪

দেশে কোনো গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক অপতৎপরতার না চালাতে পারে, সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন- আইএইচআরসি, বাংলাদেশ চ্যাপ্টার। সেই সঙ্গে সাম্প্রতিক চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে  উদ্বেগ প্রকাশের পাশাপাশি এ আহ্বান জানানো হয়।  বিবৃতিতে আইনশৃঙ্খলা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সব পক্ষকে সংযত দায়িত্বশীল ভূমিকা রাখায় আহ্বান জানানো হয়। বলা হয়, সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে পদক্ষেপ নিয়েছে। মানবাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এ কথা আমাদের মনে রাখতে হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর