মন্তব্য
দেশে কোনো গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক অপতৎপরতার না চালাতে পারে, সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন- আইএইচআরসি, বাংলাদেশ চ্যাপ্টার। সেই সঙ্গে সাম্প্রতিক চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে আইনশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা রাখায় আহ্বান জানানো হয়। বলা হয়, সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে পদক্ষেপ নিয়েছে। মানবাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এ কথা আমাদের মনে রাখতে হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে