ইসরাইলী শরিয়া আদালতে প্রথম মুসলিম নারী বিচারক হানা খতিব

২৭ এপ্রিল ২০১৭

এক মুসলিম নারী অ্যাটর্নিকে ইসরাইল তাদের শরিয়া আদালতে প্রথমবারের মতোবিচারক হিসেবে নিয়োগ দিয়েছে। গত মঙ্গলবার এ নিয়োগ দেয়া হয়।

নবনিযুক্ত নারী বিচারকের নাম হানা খতিব। তিনি ইসরাইলের উত্তরাঞ্চলীয় তামরা শহরের একজন অ্যাটর্নি। এর মাধ্যমে শরিয়া আদালতের 'কাজী' হলেন হানা খতিব।

ইসরাইলে পারিবারিক আইন - যেমন, বিয়ে, তালাক, সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি বিষয়গুলো ধর্মীয় আদালতের আওতাধীন। সেদেশের প্রতিটি ধর্মের মানুষের জন্য পৃথক ধর্মীয় আদালত রয়েছে।

হানা খতিব শুধু মুসলমানদের শরিয়া আদালতের প্রথম নারী বিচারকই নন, তিনি ইসরাইলের সব ধর্মীয় আদালতের প্রথম নারী বিচারক। ইসরাইলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন আগামী কয়েক সপ্তাহের মধ্যে হানা খতিবকে শপথ পাঠ করাবেন।

সূত্র ডন


মন্তব্য
জেলার খবর