চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৫

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে চলতি সপ্তাহের মধ্যেই। তফসিল উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার।

রোববার (০৭ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা  হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ আরও বলেন,  রীতি অনুযায়ী  তফসিল ঘোষণার আগে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে চিঠি দেওয়া হবে আগামীকাল।

নির্বাচনের দায়িত্ব পালনের জন্য কমিশন যথারীতি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে বলেও জানান এ নির্বাচন কমিশনার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর