নির্ধারণ হয়নি তফসিল ঘোষণার দিন

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৫

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে দেশে। এ জন্য জোর প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনের (ইসি)। তবে এ নির্বাচনের তফসিল ঘোষণার দিন এখনা নির্ধারণ হয়নি। যদিও ইসি থেকে এর আগে জানিয়ে দেওয়া হয়, ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে।

তফসিল কবে ঘোষণা হবে, সেই দিন এখন পর্যন্ত কমিশন নির্ধারণ করতে পারেনি বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন,  নির্বাচন আয়োজনে পুরোপুরি প্রস্তুত রয়েছে ইসি।

গেল শনিবার ( ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় কথা জানানো হয়। এর আগে গত ২৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক করে কমিশন। বৈঠকের পর তফসিল প্রসঙ্গে কথা বলেন ইসির সচিব। এ সময় নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন। নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর