পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে দুই সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম এবং মমিনুল হককে রাখা হয়েছে।
পাকিস্তানের মাটিতে টেস্ট সফরের ঠিক আগ মুর্হূতে শুরু হবে ‘এ’ দলের সিরিজ। সিরিজে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা।
সিরিজে শুধুমাত্র প্রথম চারদিনের ম্যাচ খেলবেন মুশফিকুর এবং মমিনুল। এরপর জাতীয় দলে যোগ দিবেন তারা। মূলত দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে না থাকায় টেস্ট সিরিজে প্রস্তুতির জন্য ‘এ’ দলে রাখা হয়েছে তাদের।
আগামী ৬ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’দল। ১০ আগস্ট থেকে প্রথম এবং ১৭ আগস্ট থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে। তিন ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে- ২৩, ২৫ এবং ২৭ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই ইসলামাবাদে হবে।
ওদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকা থেকে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় দল। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল- মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল- এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল- সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।
বিডি২৪অনলাইন/এস/এমকে