তিন দিন দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী ও চার বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- বিভাগগুলোর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই ধরণের বৃষ্টি হতে পারে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের দু' এক জায়গায়। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এদিকে আগামী সপ্তাহের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪৮ মিলিমিটার।
বিডি২৪অনলাইন/এন/এমকে