পঞ্চগড়ে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন মামলা পরিচালক মধুসুধন বর্মনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
গত ৫ জুন নিউজ পোর্টাল বাংলাদেশ অনলাইন ২৪ ডট কম এ সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগিদের কাছ থেকে তার উৎকোচ নেওয়া সংক্রান্ত একটি খবর প্রকাশ হয়। এরপরই তার স্ট্যান্ড রিলিজের আদেশটি আসে।
রোববার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারি বন সংরক্ষক মোছা. নুরুন্নাহার।
বৃহস্পতিবার (৬ জুন) দিনাজপুর সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। আদেশটি পাওয়ার সাথে সাথে ফরেস্টার ও বন মামলা পরিচালক হরিপদ দেবনাথকে চার্জ বুঝে দিতে বলা হয় তাকে। তাকে বন মামলা পরিচালক, ঠাকুরগাঁও বন আদালতের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে