আটঘরিয়ায় তানভীরই আবার চেয়ারম্যান নির্বাচিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
৩০ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার আটঘরিয়া উপজেলায় মো. তানভীর ইসলাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা দু’বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. মহিদুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো মোছা. তাহমিনা সুলতানা নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে)  সকল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ছাড়াই ভোটগ্রহণ করা হয়।  এবার ভোট নেওয়া হয় ইভিএমে। ভোট পড়েছে ৫৪.৪৫ শতাংশ।

নির্বাচনে মো. তানভীর ইসলাম পেয়েছেন ৪০ হাজার ৫৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সাইফুল ইসলাম কামাল পেয়েছেন ৩৪ হাজার ৭৬৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. মহিদুল ইসলাম ২৫ হাজার ১৮৪ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইকবাল হোসেন পেয়েছেন ১৫ হাজার ১৫০ ভোট। মোছা. তাহমিনা সুলতানা পেয়েছেন ২১ হাজার ৭৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আসমা খাতুনের প্রাপ্ত ভোট ১৪ হাজার ৬০৬টি ।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর