জোয়ারে তলিয়ে গেছে সাতক্ষীরা উপকূলের জেলে পল্লী

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমেল সৃষ্ট অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে  সাতক্ষীরা জেলার  শ্যামনগরের জেলে পল্লী। সেখানকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। রোববার (২৬ মে) বিকালে পানির উচ্চতা বৃদ্ধি হলে উপজেলার কলবাড়ি এলাকার জেলেপাড়া তলিয়ে যায়।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেলে তাদের বসতবাড়ি তলিয়ে যায়। তবে ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে এখনও কাজ চলছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন, উপজেলায় ১৬৩ সাইক্লোন শেল্টারকে প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীকে জরুরি অবস্থা মোকাবেলায় তৈরি থাকার জন্য বলা হয়েছে। শুকনা খাবারসহ নগদ অর্থ মজুদ রাখা হয়েছে। প্রতিটি এলাকার জনপ্রতিনিধির সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। উপকূলের মানুষকে সাইক্লোন শেল্টারসহ নিরাপদ আশ্রয়ে প্রায় চার হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর