তানোরে পোস্ট অফিসে নারীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী প্রতিনিধি
২৪ মে ২০২৪

রাজশাহীর তানোরে ডিজিটাল পোস্ট অফিসের ভেতরে স্বামী পরিত্যক্তা পারুল নামের এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) কুঠিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

পোস্ট অফিসে ডিপোজিট হিসেবে জমানো টাকা ফেরত পেতে ওই নারী এমন কান্ড ঘটায় বলে জানা গেছে। পারুলের বাড়ি তানোর পৌর এলাকার গোকুল গ্রামে। সে ইসরাফিলের মেয়ে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে পাশ্ববর্তী আরো কয়েকজন গ্রাহক অফিস ঘেরাও করে। এ সময় পোস্ট মাষ্টার থানায় মোবাইল করলে পুলিশ এসে উদ্ভুদ পরিস্থিতি সামাল দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে গ্রাহকদের নিয়ে বিভাগীয় ডাক অফিসে রওনা দেন ভারপ্রাপ্ত পোস্ট মাষ্টার আব্দুল মালেক।

পারুল জানান, বছর ধরে লাখ টাকা জমা রেখেছেন এ পোস্ট অফিসে। প্রায় ১৫ দিন আগে পোস্ট মাষ্টার সেই টাকা ফেরত দিবেন বলে তাকে জানান। কিন্তু পোস্ট অফিসে আসলে পোস্ট মাষ্টার তাকে জানান, তার জমানো টাকা আগের পোস্ট মাস্টার আত্মসাত করেছেন।  এ নিয়ে দুদকে মামলা হয়েছে। মামলার রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভারপ্রাপ্ত পোস্ট মাষ্টার আব্দুল মালেক জানান, প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাত করেছে আগের পোস্ট মাষ্টার মুকছেদ। সে সাসপেন্ড হয়ে আছেন। দুদকে মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয় টি গুরুত্ব সহকারে দেখছেন।

রাজশাহীর ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল মনিরুজ্জামান বলেন, মুকছেদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। অল্প সময়ের মধ্যে তদন্ত শুরু হবে। সে প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাত করেছে। গ্রাহকেরা টাকা পাবে কিনা জানতে চাইলে তিনি জানান, আদালত রায় না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিয়ম অনুযায়ী কাজ করা হয়েছে। তবে দেরি হলেও গ্রাহকেরা টাকা পাবেন বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর