সামনের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর আর টেস্ট ম্যাচ খেলবেন না ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। শনিবার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে ইতি টানার ঘোষণা দিয়েছেন টেস্ট ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারী এ ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যান্ডারসন লিখেন, “সবাই শোনো, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট লর্ডসে মাঠে গড়াবে ১০ জুলাই। শেষ ও দ্বিতীয় টেস্ট নটিংহ্যামে শুরু হবে ১৮ জুলাই।
সামাজিক মাধ্যমে অ্যান্ডারসন আরও লিখেন, ছোটবেলা থেকে আমার পছন্দ এ খেলাটির মাধ্যমে ২০ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অবিশ্বাস্য হয়ে থাকবে। ইংল্যান্ডের হয়ে আমার এ যাত্রা মিস করতে যাচ্ছি আমি।
২০০৩ সালে ২২ মে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে জেমস অ্যান্ডারসনের। এরপর ক্যারিয়ারে ১৮৭টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। সর্বশেষ গত মার্চে ধর্মশালায় ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট শিকার করেছেন এ পেসার। তার এ ৭০০ উইকেট শিকার টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের সর্বোচ্চ উইকেট শিকার।
বিডি২৪অনলাইন/এস/এমকে