ফেসবুকে ভোট চেয়ে স্ট্যাটাস দেওয়ায় আনসার সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ মে ২০২৪

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। একই সাথে তাকে ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ওই কেন্দ্রে তিনি নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন।

আটক আনসার সদস্যের নাম তৈয়েবুর রহমান। তিনি উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের ছেলে।

জানা গেছে, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে তৈয়েবুর রহমান চেয়ারম্যান পদের প্রার্থী সাঈদ মেহেদীর ঘোড়া প্রতীকে ভোট চেয়ে তার ফেসবুকে তার আইডিতে একটি পোষ্ট দেন। ভোটের দিনে ভোটের প্রচারণা চালানো নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন। তাই  তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ওই কেন্দ্রের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহীন বলেন, অভিযুক্ত আনসার সদস্যকে থানায় আটকে রাখা হয়েছে। নির্বাচন শেষ ইউএনও বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর