বৃষ্টি কামনায় ডোমারে ইসতিসকার নামাজ আদায়

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টি কামনায় নীলফামারীর ডোমারে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লীরা। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শব্দিগঞ্জ ঈদগাঁ মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজে ইমামতি করেন পঞ্চগড়ের মোহতামিম বালাপাড়া কওমি মাদ্রাসার হাফেজ মুহাম্মদ মাহমুদুল ইসলাম। স্থানীয়রা জানান, নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজ আদায়ের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।  নামাজে শব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামানিক, সহসম্পাদক কারিকুল ইসলাম মিলাল, ঈমাম গাজী মোতালেব, জিকরুল ইসলাম প্রমুখসহ নামাজে ছয় শতাধিক মুসল্লি অংশ নেন।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর