কলকাতার সিনেমায় প্রথমবারের মতো তারিনের অভিনয়

নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৪

তিন দশকের বেশি হচ্ছে শোবিজ ক্যারিয়ার জনপ্রিয় অভিনেত্রী তারিনের। এবার দেশের সীমানা পেরিয়ে টালিউড সিনেমায় অভিষেক হচ্ছে তার। আগামী ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার প্রথম টালিউড সিনেমাএটা আমাদের গল্প। তারিনের যেমন অভিষেক ঘটছে, তেমনি সিনেমা দিয়ে প্রথমবার নির্মাতার চেয়ারে বসেছেন অভিনেত্রী মানসী সিনহা।

সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় অপরাজিতা আঢ্যকে। আর অপরাজিতা আঢ্যর ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তারিন।

কলকাতার বাঙালি পাঞ্জাবি পরিবারের দুই প্রবীণ মানুষের প্রেমের গল্প নিয়ে সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত।  সিনেমায় দেখা যাবে  এ দুই প্রবীণ মানুষের মধ্যে প্রথমে শুরু হয় ভালো লাগা। সেই ভালো লাগা রূপান্তর হয় প্রেমে। তবে তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় সমাজব্যবস্থা। এমন গল্প নিয়ে এগোতে থাকবে সিনেমাটির গল্প।

সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমকে তারিন জানান, সিনেমায় বাংলাদেশের হিন্দু পরিবারের মেয়ে হিসেবে আমার বিয়ে হয় কলকাতার বনেদি পরিবারে।  সে পরিবারের বউ-শাশুড়ির ভালোবাসা, রাগ-অভিমান নিয়েই গল্প।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুনশি প্রমুখ। ধাগা প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র সুভাষ বেরা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর