নকলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ শুরু

রেজাউল হাসান. নকলা (শেরপুর) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪

শেরপুরের  নকলা  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী শুরু হয়েছে। এ উপলক্ষ্যে হয়েছে আলোচনা সভা।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাদিয়া উম্মুল বানিন সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা . মো. ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, নকলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বিদ্যুৎ, ফিড ব্যবসায়ী শফিকুল ইসলাম, খামারি পান্না বেগম রাজিব হাসান প্রমুখ।

এর আগে অতিথিরা প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন। বেশকিছু স্টলের মাধ্যমে স্থানীয় ডেইরি মালিক খামারিরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর