ফেন্সিডিলসহ জনতার হাত থেকে ফসকে যাওয়া শিক্ষক গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪

 

নীলফামারীর ডোমার উপজেলায় ফেন্সিডিলসহ জনতার হাত থেকে ফসকে যাওয়া শিক্ষক আহসান আলমগীর আপেলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ।

আহসান আলমগীর আপেল ডোমারের ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। আপেল সোনারায় এলাকার খোরশেদ আলমের ছেলে তিনি। শুক্রবার (০৫ এপ্রিল) রাতে ডোমার উপজেলার সোনারায় ধনিপাড়ায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় আপেল চলন্ত মটরসাইকেল হতে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা একটি কার্টুন থেকে বেশকিছু ফেন্সিডিলের বোতল পড়ে যায়। ওই সময় এলাকাবাসী তাকে আটক করে। সেখান থেকে কৌশলে সে সটেকে পড়ে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান,  ওই শিক্ষকের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর