ঈদের উৎসব ঘিরে কোনো হুমকি নেই

নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৪

এবার ঈদের উৎসবকে ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রাজধানী ঢাকা প্রসঙ্গে বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার ( এপ্রিল) সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

 

ডিএমপি কমিশনার বলেন,  এবার ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ বাইরে যাবেন। ফাঁকা এ সময়টায় নগরবাসীর প্রতি আমাদের পরামর্শ- মূল্যবান জিনিসপত্রের বিষয়ে নিজেরা সজাগ থাকবেন এবং সচেতন থাকবেন। পুলিশের পক্ষ থেকে নেওয়া ২৪ ঘণ্টার বিশেষ নিরাপত্তা কার্যক্রম ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর