সাতক্ষীরার সদর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সরকারি চাল রাখার অপরাধে সেলিম হোসেন নামে এক ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (৩১ মার্চ) সকালে সদর উপজেলার আঁগড়দাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সেলিম হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলনের আস্থাভাজন লোক। এ কারণে তিনি দীর্ঘদিন সরকারি চাল বিক্রির সাথে জড়িত। রোববার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া তার প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি চাল রাখার অপরাধে সেলিম হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।
সাতক্ষীরায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূঁইয়া জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলনসহ সচিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে