চালকের সিটের নিচে ৫৪১ বোতল ফেনসিডিল, গ্রেফতার-১

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪

নীলফামারীর ডোমারে কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির সিটের নিচে থেকে ৫৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় শ্যামল হোসাইন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি- নীলফামারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শ্যামল লালমনিরহাট জেলার বড়খাতা এলাকার বাসিন্দা মো. বুলু মিয়ার ছেলে।   র‌্যাব জানায়, শনিবার (৩০ মার্চ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজারে ইউএসবি কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় কুরিয়ারের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তার ভেতরে ৫৪১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। শ্যামলকে  ডোমার থানায় সোপর্দ করা হয়েছে।

ডোমার থানার ওসি আমজাদ হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে  শ্যামলকে আদালতে সোপর্দ করা হবে।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর