লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ'র গুলিতে মুরলি বর্মণ রায় নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) ভোরে ৯১৩ নাম্বার সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ নিয়ে চার দিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।
জানা গেছে, সীমান্তের এ এলাকা দিয়ে ভারতীয় সীমানায় ৪/৫ জনের একটি দল বাংলাদেশী অবৈধভাবে গরু আনার জন্য প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়।
দলটির বাকি সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে চিকিৎসার জন্য নেওয়ার পথে মুরলি বর্মন মারা যায়। অন্যজনকে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুরলী চন্দ্র নামে একজন মারা গেছেন। তার লাশ আমরা থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তী আইগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/ লাজু মিয়া/সি/এমকে