পাবনায় অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ বিষয়ক প্রশিক্ষণ শুরু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪

পাবনায় ৫ দিনব্যাপী অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ প্রকল্পের আওতায় শুক্রবার (২৯ মার্চ) পাবনা টিটি কলেজের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে জেলার আটঘরিয়া ঈশ্বরদী উপজেলার ৪০ জন প্রধান শিক্ষক,  সহকারি প্রধান শিক্ষক অভিভাবক  প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

এদিকে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা টিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস হোসেন। বক্তব্য দেন- প্রকল্পটির সহকারি পরিচালক এস এম ফজলে রাব্বি, পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রুস্তম আলী হেলালী, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সহযোগি অধ্যাপক ফরিদ আহমেদ,  ট্রেনিং পরিচালক টি টি কলেজের সহযোগি অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর