অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৪

সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩১ মার্চ। এ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন আনা হয়েছে।

ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশিকে। তাদের জায়গায় টি-টোয়েন্টি সিরিজে খেলবেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি দলকে শক্তিশালী করতে  এ পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি স্কোয়াড- নিগার সুলতানা জয়ী (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, সুমায়া আক্তার, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা। স্ট্যান্ড বাই- লতা মন্ডল, নিশিতা আক্তার নিশি।

টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে এপ্রিল। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১২টায়।

 

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর