ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৪

বিশ্বকাপ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে তিনটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামছে এ দু’দল।

আগের ম্যাচে ফিলিস্তিনের কাছে - গোলে হেরেছে বাংলাদেশ। তবে  মঙ্গলবারের ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া। গণমাধ্যমকে তিনি বলেন, এই ম্যাচে আমরা অবশ্যই পয়েন্ট চাই। তিন পয়েন্ট পাওয়া কঠিন, তারপরও তিন পয়েন্ট পেলে খুব ভালো হবে। চেষ্টা করব ফুটবলপ্রেমীদের পয়েন্ট উপহার দিতে।

এদিকে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের ফুটবলার মোহামেদ রাশিদ বলেন, আমরা হাল ছাড়ি না কখনোই, এগিয়ে যেতে চাই। বিশ্বকে দেখাতে চাই- ফিলিস্তিন ফুটবল দল এগিয়েছে। কোচ বলেন, যেসব খেলোয়াড়ের পরিবার-পরিজন গাজায় আছে, তাদের অনেকের পরিবার বাড়ি-আত্মীয়স্বজন হারিয়েছে। অবস্থায় খেলাটা সহজ ব্যাপার না হলেও সেটাকেই প্রেরণা বানিয়ে খেলি আমরা।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর