সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। আগামী ১০ ডিসেম্বর তার এ ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশ বেতার।

ভাষণ রেকর্ডের বিষয়টি সোমবার ( ডিসেম্বর) সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ তথ্য নিশ্চিত করেন। ঢাকার আগারগাঁওয়ে  নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের আরও জানান, জানান, বিষয়ে বিটিভি বেতারকে ইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে ইসি সংশ্লিষ্টরা জানান,  সিইসি তার ভাষণে  আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে এবং প্রার্থীদের সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জনগণকে আহ্বান জানাবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর