ইসির নিবন্ধন পেয়েছে ৮১ পর্যবেক্ষক সংস্থা

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৫

চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)  এর মধ্যে ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে গত নভেম্বর থেকে ২০৩০ সালের নভেম্বর এবং  বাকি ১৫ সংস্থাকে গত ডিসেম্বর থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। 

সোমবার ( ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে বিষয়টি  জানানো হয়। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকাগণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এরপর এদের বিরুদ্ধে  আসা দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।  এরপর দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই শেষে ১৫ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর