শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৪

শ্রীলঙ্কা সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ দল যখন হারের মুখে পড়ে, তখনই শোনা গেল দ্বিতীয় টেস্টে তার ফেরার খবর। বিশ্রাম কাটানোর পর সবকিছু ঠিক থাকলে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন টাইগার এ অলরাউন্ডার।

সাকিব আলা হাসানের খেলা নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি বেড়ে যায় অনেকখানি। যত দূর জেনেছি, খেলবে।

এদিকে প্রথম টেস্টে হারের মুখে পড়েছে বাংলাদেশ।  এ পরিণতির জন্য সবার দায় আছে বলে মনে করেন আব্দুর রাজ্জাক। গতকাল শেষ সেশনে লিটন দাসের আউট নিয়েও বেশ হতাশা প্রকাশ করেন তিন। তার মতে, একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। তিনি জানান, উইকেট পড়ে গেছে, সবারই ভুল।

আব্দুর রাজ্জাক বলেন,  যারা টেস্ট খেলছে- এর বয়স কম, ছোট, এখনো পাকাপোক্ত হয়নি এসব বলার সুযোগ নেই। পরিস্থিতি সামলাতে পারবে বলেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে, এ জন্য  সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয় বলেও উল্লেখ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর