মন্তব্য
সাতক্ষীরার দেবহাটায় পানিতে ঝাঁপাঝাঁপির সময় নূর নবী (১২) নামের এক শিশুর সলিল সমাধি হয়েছে। নূর নবী চরশ্রীপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। রোববার (২৪ মার্চ) দুপুরে ইছামতি নদীর সংযুক্ত গোপাখালি খালের ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন জানান, কয়েকজন শিশুর সঙ্গে নূর নবী গোসলের সময় গোপাখালি খালের ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দিচ্ছিল। এ সময় নূর নবী ঝাঁপ দেওয়ার দীর্ঘ সময় পার হওয়ার পরও সে ওঠেনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। এরপর সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে