আইসিসির প্যানেলে একসঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের পাঁচ নারী

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৪

 

এতো দিন আইসিসির প্যানেলে বাংলাদেশ থেকে পুরুষ আম্পায়ার থাকলেও কোন নারী ছিলেন না। এবার প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এ প্যানেলে নারী যুক্ত করা হয়েছে। এর মধ্যে এক জন ম্যাচ রেফারি চারজন আম্পায়ার রয়েছেন।

আইসিসির প্যানেলে যুক্ত পাঁচ  নারী হলেন,  চার আম্পায়ার- সাথিরা জাকের জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার এবং চম্পা চাকমা। এছাড়া ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হয়েছে আম্পায়ার সুপ্রিয়া রানীকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে আইসিসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এটা নারী ক্রিকেটের জন্য বড় অর্জন। দুই বছর আগে তাদের আনার পর ভালো করেছে বলেই আইসিসির নজরে এসেছে। আগে মেয়েরা ক্রিকেট খেলত, এখন আম্পায়ারকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে তারা।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর