সফররত শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে ২২ মার্চ। আঙুলে চোটের কারণে এ সিরিজ খেলতে পারছেন না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়।
২৩ বছর বয়সী হৃদয় জাতীয় দলের হয়ে ২৬টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এতোদিনে টেস্ট খেলার সুযোগ না পেলেও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে তার।
মুশফিকের পরিবর্তে হৃদয়কে খেলানোর কথা বুধবার (২০ মার্চ) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে মুশফিকের ছিটকে যাওয়ার কথা জানায় বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট হবে সিলেটে, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ মার্চ শুরু হবে বন্দর নগরী চট্টগ্রামে।
প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড - নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, তাওহিদ হৃদয়।
বিডি২৪অনলাইন/এস/এমকে