শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৪

পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে টিম শ্রীলঙ্কা। ইতোমধ্যে টাইগার ও লঙ্কানদের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। বুধবার (১৩ মার্চ) শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  এ দিন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটায়।

ওয়ানডে বিশ্বকাপের পর এটাই এ দু’দলের প্রথম  ওয়ানডে ম্যাচ। এদিকে টি-টোয়েন্টি সিরিজটা জয় করতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে লিড নেওয়া লঙ্কানদের দখলে যায় সিরিজি। মাঝে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়ে সমতায় ফেরেছিল টাইগাররা।

সেই সিরিজ শেষে নিজেদের লাকি গ্রাউন্ড হিসেবে খ্যাত চট্টগ্রামে পা রাখছে টাইগাররা। সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দলই।

গত বছরে টি-টোয়েন্টি এবং টেস্ট ভালো করলেও ওয়ানডেতে টাইগাররা তাদের সমর্থকদের হতাশ করেছে। শের- বাংলা স্টেডিয়ামে একটা ম্যাচও জিততে পারেনি তারা। এরপর বিশ্বকাপেও ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তাই এ বছর ওয়ানডেতে নিজেদের ফিরে পাওয়ার মিশনে নামতে হচ্ছে টাইগারদের।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর