সমতায় ফেরা টাইগারদের লক্ষ্য সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৪

 

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচে জেতে বাংলাদেশ।  শনিবার ( মার্চ) বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরা টাইগারদের লক্ষ্য এখন সিরিজ জয়।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিরে গিয়ে তরী ডুবে যায় টাইগারদের।  পরের ম্যাচে বড় ব্যবধানে জয় পায় তারা। সিরিজ নির্ধারণী ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। লঙ্কানরাও চাইছে সিরিজ জয় করতে।

ব্যাকফুটে গেলে দেখা যায়, সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে উইকেট হারিয়ে ২০৩ রান করতে পারে টাইগাররা। শেষ বলে তিন রানে  হারতে হয় বাংলাদেশকে।

ওদিকে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে লঙ্কানরা ১৬৬ রানের লক্ষ্য দেয় টাইগারদেরকে। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে সমতা হয়।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর