পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন ওয়াটসন!

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৪

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে  শেন ওয়াটসন পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন। প্রস্তাব দেয়ার কথা ভাবছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। এমন খবর প্রকাশ করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ওয়াটসন। আইপিএল, মেজর লিগ ক্রিকেটেও কোচের অভিজ্ঞতা আছে তার।

খবর অনুযায়ী- ওয়াটসনকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান মহসিন রাজা নাকভি।  অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের পাশাপাশি ড্যারেন স্যামি এবং মাইক হেসনেও নাম এসেছে এ তালিকায়। তারা দুজনও এবারের পিএসএলে কোচ হিসেবে কাজ করছেন।

এপ্রিলে নিউজিল্যান্ডের সিরিজ শুরুর আগেই কোচ নিয়োগ দিতে ব্যস্ত হয়েছে পড়েছে পিসিবি। ভাবা হচ্ছে জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। কারণ এবারের আসরে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফের।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর