সাতক্ষীরায় লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিক দুটিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদলতে নির্বাহী ম্যাজিস্টেট এস এম আকাশ মঙ্গলবার (৫ মার্চ) এ আদেশ দেন।
এদিকে একই আদালত শহরের ঢাকা বিরিয়ানী হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করেছে। ওই হাউজের খাবারে মুরগীর অপরিচ্ছন্ন পাখনা পাওয়া যায়।
বন্ধ ঘোষণা করা ক্লিনিক দুটি- শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমন ল্যাব, স্বপ্ন ক্লিনিক। আর বিরিয়ানি হাউজের নাম ঢাকা বিরিয়ানী হাউজ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্টেট এস এম আকাশ বলেন, অনুমোদন না পাওয়া পর্যন্ত জেলায় কেউ অবৈধ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। যারা অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে