টাইগারদের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার পরিবর্তে নেতৃত্ব দেবেন আসালঙ্কা

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। ফলে বাংলাদেশ সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন না। তার পরিবর্তে এ দুই ম্যাচে দলের নেতৃত্ব দেবেন চারিথ আসালঙ্কা।

সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আইসিসি আচরণবিধি ভাঙেন হারারাঙ্গা। এ কারণে শাস্তি পাওয়ায় আইসিসির নিয়মানুযায়ী দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে না পারলেও সিরিজের শেষ তৃতীয় টি-টোয়েন্টিম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন হাসারাঙ্গা।

দুই ম্যাচে হাসারাঙ্গার শূন্যস্থান পূরণে দলে নেওয়া হয়েছে ১৪টি টি-টোয়েন্টিতে উইকেট শিকার করা বন্দরসেকে।

মার্চ থেকে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি  দিয়ে এ সিরিজ শুরু হবে। টি-টোয়েন্টির পরের দুই ম্যাচ হবে এবং মার্চ।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩, ১৫ ১৮ মার্চ হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এ সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা। সিলেটে ২২ মার্চ প্রথম এবং চট্টগ্রামে ৩০ মার্চ দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ শুরু হবে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড- হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক, শেষ টি-টোয়েন্টি), চারিথ আসালঙ্কা (অধিনায়ক, প্রথম দুই টি-টোয়েন্টি), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাতিরানা, আকিলা দনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নান্দো, জেফরি বন্দরসে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর