পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্মকান্ড মুল্যায়নে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বোদা থানা।
মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ স্বীকৃতি ঘোষণা করেন। এ নিয়ে দুইবার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো এ থানা।
এলাকায় মাদক, জঙ্গি, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুলের সফলতা মূল্যায়ন করা হয় এ সভায়।
এদিকে থানার পাশাপাশি সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মো. আব্দুর রাজ্জককে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ঘোষণা করা হয়।
বোদা থানার অফিসার ইন-চার্জ (ওসি) এখন মো.মোজাম্মেল হক। গত ১৩ ডিসেম্বর যোগদান করার পর টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো বোদা থানা।
এ নিয়ে এক অনুভূতি প্রকাশকালে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে বোদা থানাবাসীকে একটি মডেল থানা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ওসি মো. মোজাম্মেল হক।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে