রাজশাহী মহানগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রের অভিযোগ এনে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ১৯ নং ওয়ার্ডবাসী।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর কামরুজ্জামান চত্বরে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষ জানান, শিরোইল কলোনি এলাকার রিনা বেগম একই এলাকার এবং একই পরিবারের সবাইকে জড়িয়ে থানায় এবং পুলিশ কমিশনারের কাছে ষড়যন্ত্রমুলক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে- তার মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় প্রতিপক্ষ রানা, হিরা ও ফালাক তাদের ওপর হামলা চালাচ্ছে। অথচ হামলার ঘটনাটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
এদিকে একটি ভিডিও ক্লিপে দেখা যায়- রিনা বেগম তার নিজের গেটে আঘাত করছেন। একই সঙ্গে ফোন দিয়ে চিৎকার করে বলছেন- ‘স্যার আমাকে বাঁচান, আমাকে মেরে ফেল্ল।’
সেই ভিডিওতে ঘটনাস্থলে কোন ব্যক্তিকে দেখা যায়নি। একটু পর পর তাকে উঁকি মেরে দেখতে দেখা যায় ভিডিওতে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, রিনা একজন ‘ফাসাদি’ ধরণের মহিলা। তিনি নিজের আধিপত্য বিস্তারের জন্য এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখেন। স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। কেননা কোনো কিছু হলেই মামলা ও মিথ্যা অভিযোগ করেন তিনি। এ বিষয়ে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে