নাটোরের গুরুদাসপুরে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার (১২ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।
চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে একযোগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ক ও খ বিভাগে বিভক্ত হয়ে অংশ নেয়।
দৌড়, দীর্ঘ লম্ফ, বল নিক্ষেপ, ছড়া, চিত্রাংকন, গান, নৃত্য, হাতের সুন্দর লেখা, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, একক অভিনয় ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়।
প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগি উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পর্ববর্তীতে অংশ নেবে।
এদিকে প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দিনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মো.জোনাব আলী।
প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম, রির্পোটার্স ক্লাবের সভাপতি শিক্ষাবিদ সাজেদুর রহমান সাজ্জাদ, ভেন্যু প্রধান ও খলিফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক,অভিভাবক,সুধীজন,সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে