এরকম কখনও হয়নি, এটাই প্রথম: সাকিব

নিজস্ব প্রতিবেদক
০৪ ফেব্রুয়ারী ২০২৪

বিপিএল শুরু হওয়ার পরই আকস্মিক চোখে সমস্য দেখা দেয় অলরাউন্ডার সাকিব আল হাসানের। এ জন্য সিঙ্গাপুরও ঘুরে আসতে হয়েছে তাকে। শনিবার  সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে রংপুর রাইডার্স। এরপরই  আচমকা সংবাদ সম্মেলন করেন এ তারকা ক্রিকেটার। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলছেন তিনি।

সাকিব বলেন, ‘জীবনে কখনও এমন করিনি- যেকোনো একটা দিক নিয়ে খেলতে হয়েছে। এরকম কখনও হয়নি, এটাই প্রথম।’

রংপুর রাইডার্সকে এবার বিপিএলে সামর্থ অনুযায়ী অর্ধেকও দিতে পারেননি, সেটা নিজের মুখেই বললেন সাবিক। জানান, অবশ্যই রংপুর রাইডার্সের জন্য ফিল হচ্ছে। যে প্রত্যাশা নিয়ে তারা আমাকে দলে নিয়েছিল, তার অর্ধেক করতে পারছি, অর্ধেক পারছি না। তারপরও তারা যেভাবে সমর্থন দিচ্ছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে নিজের চোখের সবশেষ অবস্থা জানান সাকিব। বলেনচোখ ভালো আছে। খারাপ সময়ে পাশে থাকায় রংপুর রাইডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, তারা আমাকে যেভাবে টেক-কেয়ার করেছে সময়ে। আমার পরিস্থিতিটা যেভাবে বুঝেছে; হ্যান্ডেল করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নাই।

সামনে শ্রীলঙ্কা সিরিজে নিজের খেলার বিষয়ে সাকিব জানান, এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট (বিপিএল) এখনও আছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সঙ্গে  কথা বলে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাবিক। প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে গোল্ডেন ডাক নিয়ে সাজ ঘরে ফেরেন তিনি। তবে বল হাতে ওভারে উইকেট তুলে নেন, বিনিময়ে প্রতিপক্ষকে দেন মাত্র ১৮ রান। এর আগের টুর্নামেন্টের কয়েক ম্যাচে শেষ উইকেটের আগেও ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি তাকে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর