জাভিরকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারী ২০২৪

ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর জাভি হার্নান্দেজ বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, চলতি মৌসুম শেষ হলেই বার্সেলোনা ছাড়বেন তিনি।

এদিকে সাবেক এ তারকা মিডফিল্ডারকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে বার্সা। এমনটাই জানিয়েছেন বার্সা সভাপতি লাপোর্তা। কাতালান ভাষার রেডিও চ্যানেল আরএসি ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন লাপোর্তা।

বার্সা সভাপতি জানান, তার ভাবনাটা আমি শুনেছি এবং বুঝতে পেরেছি। আমার মনে হয়েছিল, হারের কারণেই ওই সিদ্ধান্ত নিয়েছিল জাভি। ক্তিু পরে বুঝতে পেরেছি, সে বিষয়ে অনেক ভেবেছে; ভেবেই সে কথাটা বলেছে। আমি অবশ্য বলে দিয়েছি, তাকে ধরে রাখতে যদি লড়াই করতে হলে করবো আমরা।

লাপোর্তা বলেন, 'মানুষটা শাভি বলেই তার প্রস্তাব গ্রহণ করেছি। তাকে ছাঁটাই করার কথা কখনও ভাবিনি। মৌসুমের শেষ পর্যন্ত  জাভি বার্সাতেই থাকুক- এমন প্রত্যাশা প্রকাশ করে সভাপতি বলেন, যাই হোক না কেন, তাকে বরখাস্ত করা হবে না। এমন কিছু তার প্রাপ্য নয়, আমাদের সমর্থন তার প্রাপ্য।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর