মন্তব্য
সাতক্ষীরায় ৬৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি। শনিবার রাতে তাকে সদর থানার ভোমরা পদ্মশাখরাগামী রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম অমল কুমার দাস (৩৫), তিনি পদ্মশাখরা এলাকার মৃত পরিতোষ দাসের ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানায়, ভোমরা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় তার কাছে ৬৫বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারপর তাকে আটক করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে