সাতক্ষীরায় মোটরসাইকেল পিছলে ছিটকে পড়ে মরিয়াম খাতুন (৩০)নামে এক গৃহবধু নিহত হয়েছে। এ সময় তার স্বামী আল আমিন (৩২) আহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) সকালে খুলনা মহাসড়কে বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন সাতক্ষীরা জেলার তালা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি সাতক্ষীরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে অফিস সহায়ক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল নয়টার দিকে তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলে সাতক্ষীরা দিকে যাচ্ছিলেন। পথে বিনেরপোতা নামকস্থানে আকস্মিক তাদের মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এতে তারা দুইজন সড়কের উপরে ছিটকে পড়েন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মরিয়ম খাতুন মারা যায়। আল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ ওই ব্য্যক্তির বাড়িতে নিয়ে গেছে। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তিনি ।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে