পঞ্চগড়ে সালানা জলসা বন্ধের দাবিতে স্মারকলিপি

পঞ্চগড় প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৪

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ নামের এক ইসলামী সংগঠন। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেন তারা।

সংগঠনটির নেতারা জানান, পঞ্চগড়ের আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন আগামী ২৩-২৫শে ফেব্রুয়ারি তিন দিনব্যাপী সালানা জলসার আয়োজন করছে। জলসার মাধ্যমে তারা ইসলামের নামে কুফুরী মতবাদ প্রচার করে আসছে। তাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। তাই অবিলম্বে জলসা বন্ধের দাবি তাদের। এ জলসা বন্ধ না হলে যে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

স্মারকলিপি প্রদানের সময় সম্মিলিত খতমে নবুয়তের উপদেষ্টা মাহমুদুল আলম, সভাপতি আব্দুল হান্নান, সম্মিলিত খতমে নবুয়ত ইসলামী আন্দোলনের পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ক্বারী মো আব্দুল্লাহ, ইসলামী আন্দোলনের পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই, ইসলামবাগ মসজিদের ইমাম আমিরুজ্জামানসহ সংগঠটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত মার্চ মাসে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে ৬টি ইসলামী সংগঠন আন্দোলনে নামে। এনিয়ে পুলিশ, র‌্যাব বিজিবির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে এক আন্দোলনকারী নিহত হয়। এছাড়া আহমদিয়াদের বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর