নওগাঁর আত্রাইয়ে চাপাতি ও কয়েকটি এসএস পাইপসহ বাচ্চু (৩৫) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। জমিজমা নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর এগুলোসহ তাকে আটক করা হয়। এদিকে ঘটনায় থানায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে।
বাচ্চু উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আব্দুস ছালামের ছেলে। শনিবার দুপুরে সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের এসএম শাহীদ শিবলুর সঙ্গে একই গ্রামের আনোয়ারুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার সকালে শিবলু জমিতে হাল চাষ করতে গেলে আনোয়ারুল বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাচ্চু ভ্যানে কয়েকটি এসএস পাইপ ও একটি চাপাতি নিয়ে যাচিছল। তখন স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে। এ ঘটনায় শিবলু বাদী হয়ে শনিবার রাতে বাচ্চু,আনোয়ারুলসহ ৫ জনকে নামীয় ও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লুতফর রহমান বলেন, চাপাতি সাদৃশ্য একটি ও এসএস পাইপসহ স্থানীয় লোকজন বাচ্চুকে আটক করে থানায় সোর্পদ করেছে। তাকে রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে