পঞ্চগড়ে ৩ ছোট ভাইয়ের আঘাতে আহত আজহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় মাসখানেক পর শনিবার (২৭ জানুয়ারি) ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজহারুল ইসলামের ছোট ভাই শাহিনুর ইসলাম শাহীন ও সোহাগকে আটক করেছে বোদা থানা পুলিশ।
আজহারুল ইসলাম বোদা উপজেলার ময়দানদিঘী পুঁঠিমারী এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও আজহারুল ইসলামের পরিবার জানায়, জমি নিয়ে দ্বন্দে গত ৩১ ডিসেম্বর বিকালে আজহারুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই সোহাগ, শাহীনুর ইসলাম ও আফজালের বিবাদ হয়। এক পর্যায়ে ছোট তিন ভাই মিলে আজহারুলকে বেধরক মারপিট করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে গত শুক্রবার আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে আনার পর শনিবার ভোররাতে মারা তিনি।
আজহারুল ইসলামের মেয়ে সামিয়া জাহান শারমিন জানান, আমার বাবাকে আফজাল, শাহীন, সোহাগ কাকা মারছেন। এরপর বাবাকে হাসপাতালে ভর্তি করি। তখন থেকে চিকিৎসা চলছে। গতকাল হাসপাতাল থেকে বাড়ি আসার পর আমার বাবা রাতে মারা যায়। এর আগে থানায় অভিযোগও করেছি।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে